রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা। এ সময় তাদেরকে রাস্তা থেকে সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
এর আগে আন্দোলনরত শিক্ষকরা এক সঙ্গে প্রেসক্লাবের অভিমুখে যেতে থাকে। এ সময় তারা অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
এদিকে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে আন্দোলনরত শিক্ষকরা সাময়িক সময়ের জন্য সরে গেলেও তারা ফের প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
এ সময় মাইকে শিক্ষক নেতারা বলেন, ‘ সবাই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে এক থাকেন।’
সকালবেলা/এমএইচ