ইবনে জারির
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

আন্তর্জাতিক ডেস্ক: নাটকীয় পটপরিবর্তনের মধ্য দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগারে বন্দি করা হয়েছে। ‘নার্কো-সন্ত্রাসবাদ’ বা মাদক-সন্ত্রাসের অভিযোগে তাকে আটক করার পর স্থানীয় সময় শনিবার রাতে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। এদিকে, মাদুরোকে গ্রেপ্তারের পরপরই ভেনেজুয়েলার শাসনভার যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভিডিওতে মাদুরোর অবস্থা: হোয়াইট হাউসের অফিশিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ৬৩ বছর বয়সী মাদুরোর বর্তমান অবস্থা দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, হাতে হাতকড়া এবং পায়ে সাধারণ স্যান্ডেল পরে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সদস্যদের পাহারায় হাঁটছেন তিনি। এ সময় তাকে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘শুভ রাত্রি, শুভ নববর্ষ’।

যেভাবে কারাগারে নেওয়া হলো: নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারে করে মাদুরোকে প্রথমে ম্যানহাটনে আনা হয়। সেখান থেকে গাড়িতে করে তাকে ডিইএ-এর নিউইয়র্ক সিটি সদরদপ্তরে নেওয়া হয়। পরবর্তীতে আবার হেলিকপ্টারে করে ব্রুকলিনে এবং সেখান থেকে গাড়িতে করে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তাকে এখানেই রাখা হবে।

অভিযোগ ও ট্রাম্পের ঘোষণা: নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে দায়ের করা নতুন অভিযোগপত্রে মাদুরোর বিরুদ্ধে ‘নার্কো-সন্ত্রাসবাদ’ এবং কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও তার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছিল।

মাদুরোকে গ্রেপ্তারের পর শনিবার সকালে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ঘোষণা দেন, ‘‘এখন থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার শাসন পরিচালনা করবে। স্থানীয় প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে।’’ ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি তার মন্ত্রিসভার সদস্যদের ভেনেজুয়েলার দায়িত্ব দিয়ে পাঠাবেন এবং প্রয়োজনে সেখানে মার্কিন সৈন্য মোতায়েন করা হতে পারে।

অনিশ্চয়তা: ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা সমাজতান্ত্রিক নেতা মাদুরোর গ্রেপ্তারের ফলে তেলসমৃদ্ধ দেশটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

1

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

2

আসামে মুসলিমদের বহুবিবাহ নিষিদ্ধ, আইন ভাঙলে ১০ বছরের জেল

3

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

4

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

5

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

6

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

7

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

8

বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

9

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

10

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

11

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

12

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

13

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

14

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

15

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

16

হাদি হত্যা মামলায় ডিবির চার্জশিটের বিরুদ্ধে নারাজি

17

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

18

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

19

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

20
সর্বশেষ সব খবর