ইবনে জারির
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘‘আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি (গণতন্ত্র), কিন্তু সেটি কেন হয়ে যাবে মবোক্রেসি (জনতার শাসন)? তাকে কেন লালন করা হবে?’’

রোববার (২১ ডিসেম্বর) ঢাকায় সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণমাধ্যম ও মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘পত্রিকা সমাজের দর্পণ, কিন্তু এখন বলা যায় এই মুহূর্তে সমাজের সেই দর্পণ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।’’ তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে গণমাধ্যমকে টার্গেট করে হামলা করা হচ্ছে, যা অনুমান করা উচিত ছিল। কিছু স্থাপনায় ও ঠিকানায় যেভাবে ‘মবোক্রেসি’কে প্রশ্রয় দেওয়া হয়েছে, তা অনভিপ্রেত।

হামলা ও সরকারের ব্যর্থতা: প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে—যাকে বলে ‘বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড’, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার।’’

সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘এ ঘটনায় সরকারের দায় ছিল বেশি। কারণ ইন্টেলিজেন্স রিপোর্টে এমন পূর্বাভাস থাকে। আমরাও সেই রিপোর্টের কথা জেনেছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও এক-দেড় ঘণ্টা পর কেন রেসপন্স হলো?’’

নির্বাচন নিয়ে শঙ্কা: সালাহউদ্দিন আহমদ সরকারের দুর্বলতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘‘নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব যারা নিয়েছেন, এ জায়গায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এগুলো কঠোর হাতে দমন করা উচিত ছিল।’’

তারেক রহমানের ফেরা: অনুষ্ঠানে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। ২০০৮ সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই মূলত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

1

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

2

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

3

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

4

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

5

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

6

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

7

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

8

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

9

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

10

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

11

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

12

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

13

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

14

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

15

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

16

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

17

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

18

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

19

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

20
সর্বশেষ সব খবর