ইসমাঈল আযহার
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

নারায়ণগঞ্জে ধলেশ্বরী পারাপারের সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুʼজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশের ডুবুরি দল।

এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে একজন মারা যান বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানিয়েছেন।

‎নিহতরা হলেন, সিঙ্গাপুর ফেরত প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।

‎পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে এক দুর্ঘটনায় মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা আরো চারটি যানবাহন। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।

‎তাদের মধ্যে রফিককে ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সাইনবোর্ডে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু।

‎ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর নৌপুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের দেহটি পানির নিচে ফেরির পাখায় আটকে ছিল। সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।

‎নিহত মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে।

‎একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারো সেখানে যেতে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

‎শনিবার রাত ৯টার দিকে বক্তাবলী ফেরীঘাটের নদীর পূর্বপাড় থেকে যানবাহন নিয়ে ফেরীটি পশ্চিমপাড়ে বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে গেলে ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করেন। ধারণা করা হচ্ছে ট্রাক নিউট্রাল না করে চালু করার কারণে ট্রাকটি চলতে শুরু করে। এসময় ট্রাকের সামনে ফেরিতে থাকা দুটি যাত্রীবাহী অটোরিকশা, একটি তিন চাকার ভ্যানগাড়ি এবং দুটি মোটরসাইকেলকে নিয়ে মাঝ নদীতে ট্রাকটি পড়ে যায়।

পরে ফেরিটি বক্তাবলী ঘাটে গিয়ে বিষয়টি নৌপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ফেরির বাকি যানবাহনগুলোকে নিরাপদে নামিয়ে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ জেলেনস্কির বন্ধুর বিরুদ্ধে

1

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

2

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখ

3

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

4

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

5

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার দুই

6

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

7

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

8

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

9

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

10

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

11

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শ

12

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

13

ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

14

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

15

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

16

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

17

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

18

স্থগিত হলো জকসু নির্বাচন

19

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

20
সর্বশেষ সব খবর