সারাদেশ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভিযোগ ব্যবসায়ীর

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভিযোগ ব্যবসায়ীর

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে সরকারি অনুমোদিত সারের গুদামঘরে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর, লুটপাট এবং জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী হরে কৃষ্ণ কুন্ডু (মনি কুন্ডু)। তিনি অভিযোগ করেছেন, "দুর্বৃত্তরা শুধু গুদাম ভেঙেই যায়নি, থানার ভেতরেও আমাকে নাড়িভুঁড়ি বের করে নেওয়ার হুমকি দিয়েছে। আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায়।"

বুধবার বিকেলে বদরগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। হরে কৃষ্ণ জানান, ১৯৯৯ সালে তিনি বদরগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া মোড়ে তিন শতক জমি ক্রয় করে পাকা সার গুদাম নির্মাণ করেন। তার স্ত্রী বিএডিসির অনুমোদিত সার ডিলার এবং তিনি দীর্ঘ ২৫ বছর ধরে আইনসম্মতভাবে সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি অভিযোগ করেন, তার গুদামের পাশে জমি রয়েছে বদরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদের। সম্প্রতি আবু সাঈদ দাবি করতে শুরু করেন যে, ব্যবসায়ীর গুদামের অংশ তার জমি দখল করে নির্মিত।

১৮ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে আবু সাঈদের নেতৃত্বে ৮–১০ জন দুর্বৃত্ত হঠাৎ এসে পাকা ছাদওয়ালা গুদামঘরের দেয়াল ভাঙতে শুরু করে। তারা গুদামের দরজা ভেঙে ৭৫ বস্তা জৈবসার, ৩০০ বস্তা জিপসাম এবং ৮৫ বস্তা ডলোচুন লুট করে নিয়ে যায়। তিনি বলেন, "গুদামের ছাদ পর্যন্ত ভেঙেছে। আমি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় খবর দিই। কিছু পুলিশ এলেও হামলাকারীরা থামেনি।"

রাত প্রায় পৌনে ১১টায় বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুর ও লুটপাট চাক্ষুষ করেন এবং আবু সাঈদকে গাড়িতে তুলে থানায় নিয়ে আসেন।

তবে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে মোড় নেয় বলে দাবি করেন হরে কৃষ্ণ। তিনি বলেন, "ওসি আমাকে থানায় ডাকলেন। ঠিক তখনই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভুট্ট লোহানীর নেতৃত্বে কয়েকজন এসে ওসি সাহেবকে প্রশ্ন করে—'কেন আবু সাঈদকে থানায় আনা হয়েছে?' তারা হঠাৎ উত্তেজিত হয়ে আমাকে বলে তোমাদের কলিজা ছিঁড়ে ফেলবো, নাশকতার মামলায় জেলে পাঠাব! থানার ভেতরেই আমার প্রাণনাশের হুমকি দেওয়া হয়।" তিনি দাবি করেন, থানার সামনেই ভুট্ট লোহানী ও তার সহযোগীরা আটককৃত আবু সাঈদকে জোরপূর্বক বের করে নিয়ে যায়।

ঘটনার পর তিনি আবু সাঈদ, ভুট্ট লোহানী, আরিকুল ইসলামসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০–১৫ জনকে আসামি করে লিখিত এজাহার দাখিল করেন। কিন্তু একটানা আট দিন পেরিয়ে গেলেও থানা মামলা নেয়নি। তিনি অভিযোগ করেন, "মামলা না নেওয়ায় হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে গেছে। তারা প্রকাশ্যে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এমনকি গুদামঘরের জায়গা দখল করতে আবারও তৎপরতা শুরু করেছে।"

সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান, "আমার পরিবারকে রক্ষা করুন। গুদামঘর ভাঙচুর ও লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। থানার ভেতরে যারা আমাকে হুমকি দিয়েছে তাদের বিচারের আওতায় আনুন। আমরা ন্যায়বিচার চাই, নিরাপত্তা চাই।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

1

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

2

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

3

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

4

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

5

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

6

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

7

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

8

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

9

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

10

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

11

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

12

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

13

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

14

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

15

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

16

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

17

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

18

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

19

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

20
সর্বশেষ সব খবর