নতুন প্রজন্মের কাগজ -
Social Media Section
-sunny
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রতারণা-ই তার ব্যবসা!

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

আমাদের সমাজে প্রতারণার শেষ নেই। নানান ভাবে প্রতারণা করে যাচ্ছে প্রতারকরা। এরা কখনো ভদ্র বেশে, কখনো রাজনীতিবিদ সেজে, কখনোবা সমাজসেবক হিসেবে আবির্ভূত হন। এই প্রতারকরা এতই ধূর্ত যে এদের প্রকৃত স্বরূপ চেনা খুবই কঠিন, কেউ ধরা পড়েন, কেউ ধরা পড়ার আগেই অর্থ বিত্ত-ভৈরব গড়ে তোলেন। 

যখন যে সরকার ক্ষমতায় আসেন তাদের ম্যানেজ করে চলেন। পদ পদবিও বাগিয়ে নেন। করোনাকালীন সময়ে বাটপাড় সাহেদ করিমের কথা আমরা সবাই জানি। ঠিক এমনই একজন প্রতারক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্লাপুর গ্রামের প্রয়াত মাজহারুল হকের পুত্র মোজাম্মেল হক সেলিম ওরফে এসি সেলিম। প্রতারণার মাধ্যমে তিনি গড়েছেন বিত্ত-বৈভব আর প্রতিপত্তির মালিক বনে গেছেন বলে রয়েছে গুঞ্জন। প্রতারণা যেন তার ব্যবসায় পরিণত হয়েছে।

বাবা ছিলেন গাড়ি চালক। স্কুলের গণ্ডি পেরুতে না পারা সেলিম ঢাকায় এসে গাড়ির এসি মেরামতের দোকানে কর্মচারীর চাকুরি নেন। পরবর্তীতে নিজেই এসির মটর পার্টসের দোকান দেন।  কিন্তু ইস্কাটনে নজরুল এসি নামে যে দোকান তিনি ভাড়া নেন ভুয়া কাগজ-পত্র বানিয়ে মালিক পক্ষকে ভয়ভীতি দেখিয়ে পরবর্তীতে সেই দোকানেরই মালিক বনে যান এই প্রতারক সেলিম। এ বিষয়ে দোকানের মালিক বলেন, আমরা বুঝতেই পারিনি সেলিম যে এতোবড় ধোঁকাবাজ ও প্রতারক। সে আমাদের দোকান ভাড়া নিয়ে আমাদেরও দোকান দখল করে নেয়। আমরা তার উপযুক্ত বিচার দাবি করছি।

অনুসন্ধানে জানা গেছে, সেলিমের অন্যতম কৌশল হলো এসি মেরামতের জন্য আসা সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং এসব সম্পর্ক দেখিয়ে মানুষকে প্রলোভনে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া। বাকপটু সেলিম এমন ভাবে নিজেকে উপস্থাপন করে যে, মন্ত্রণালয়ের সচিব কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্তা কিংবা দেশের প্রথিতযশা ব্যবসায়ীরা তারা ঘনিষ্ঠজন। খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে তার দহরম মহরম সম্পর্কের কথাও বলে বেড়ান সেলিম। কাউকে চাকুরী দেয়ার নামে, কাউকে ব্যবসায়ীক কাজ পাইয়ে দেয়া কিংবা রাজনৈতিক পদ-পদবি দেয়ার নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন সেলিম। 

সম্প্রতি নোয়াখালীর পুলিশের এক উর্ধতন কর্মকর্তাকে দেখিয়ে পোস্টিং করে দিবেন বলে এক ওসির কাছ থেকে ৭ লাখ টাকা নেন। পোস্টিং করে দিতে না পেরে এখন তাকে এড়িয়ে চলছেন। ট্যাক্স মওকুফের নামে জাতীয় রাজস্ব বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখিয়ে হুদা কনস্ট্রাকশনের এমডি নুরুল হুদার কাছ  থেকে নেন ৩০ লাখ টাকা। নুরুল হুদার বাড়ী সেলিমের পার্শ্ববর্তী ছয়ানী ইউনিয়নে। ট্যাক্স মওকুপ করতে না পেরে টাকা নিয়ে লাপাত্তা সেলিম এখন তার ফোন ধরছেননা।
 
এ বিষয়ে ভুক্তভোগী নুরুল হুদা বলেন, আমার ট্যাক্স মওকুফের কথা বলে আমার কাছ থেকে একে একে ৩০ লাখ টাকা নিয়েছে। কিন্তু আমার কোনো কাজই করতে পারেনি। এখন তাকে ফোনেও পাওয়া যায় না। বড় বেকায়দায় পড়েছি। এলাকার মানুষ হিসেবে তাকে বিশ্বাস করে এখন প্রতারণার শিকার হলাম। তার উপযুক্ত বিচার হওয়া দরকার।
সেলিম তার এলাকার মানিক মোল্লার ছেলেকে কৃষি মন্ত্রণালয়ে চাকুরি দেয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়ে এখন তাদের সঙ্গে যোগাযোগ নেই দীর্ঘদিন। গুরুত্বপূর্ণ পদ দেয়ার কথা বলে ইউনিয়ন বিএনপির পদ প্রত্যাশী এক নেতার কাছ থেকেও আড়াই লাখ টাকা নেন সেলিম। কিন্তু তাকেও কোনো পদ দিতে পারেননি। 

জেলা বিএনপির একজন প্রভাবশালী নেতাকে ফ্ল্যাট কিনে দেয়ার কথা বলেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় সেলিম, পরবর্তীতে তার হুমকি-ধামকিতে কিছু টাকা ফেরত দিতে বাধ্য হয় সেলিম। 

এভাবে প্রতারক সেলিমের কাছে প্রতারিত হন তার নিজ বাড়ির আবদুল জলিল। কয়েক বছর আগে জলিল গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করবে বলে সিদ্ধান্ত নেন। জলিল গাড়ি কিনবে এ খবর শোনামাত্র সেলিম তার পিছু নেয়, পরে তাকে একটা চোরাই গাড়ি(প্রাইভেটকার) কিনে দেয় ১০ লাখ টাকা দিয়ে। কয়েকদিন পরই জলিল পুলিশের হাতে ধরা পড়ে চোরাই গাড়ি কিনার অপরাধে। কয়েকমাস জেলও খাটে অসহায় জলিল।

আবদুল জলিল জানান, আমি ভাবতেও পারিনি সেলিম আমার সাথে এমন প্রতারণা করবে। তাকে এখন আর এলাকায় ও ঢাকায় পাওয়া যাচ্ছে না। আমি চরম ভাবে হয়রানির শিকার।

এভাবেই অসংখ্য মানুষকে পদ-পদবী, চাকুরি, ট্রান্সফার-কিংবা ব্যবসায়িক কাজ পাইয়ে দেয়ার কথা বলে সেলিম কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন। ভুক্তভোগীরা বছরের পর বছর তার পিছনে হেঁটে টাকা উদ্ধার করতে পারছেন না। সেলিমের নিজ এলাকার এক প্রতিবেশী বলেন, সেলিম ঢাকায় দোকান দিলেও ব্যবসা বাণিজ্য তেমন একটা নেই, মূলত ধান্দা-ফিকির, বাটপারি করেই মে অর্থ উপার্জন করছে। স্কুলের গণ্ডি পেরোতে না পারা সেলিম নিজেকে পরিচয় দেন ইঞ্জিনিয়ার হিসেবে। চলনে, বলনে কথনেও বেশ পরিপাটি সেলিম। মানুষকে ম্যানেজ করার কায়দাও বেশ ভালোভাবে জানেন তিনি। 

নোয়াখালীর কে কোথায় ভালো জায়গায় আছেন পদায়ন বা পোস্টিং হওয়ার সঙ্গে সঙ্গেই ফুল নিয়ে সবার আগে তার দরজায় হাজির হন সেলিম। অনেক সময় এসব প্রতিষ্ঠিত লোকেরাও তার কথায় দিগভ্রান্ত হয়ে যান। বিগত দিনে সব সময়ে আওয়ামীলীগ নেতাদের সঙ্গে সুসম্পর্ক রাখা সেলিম নানা কৌশলে হঠাৎ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা বনে যান।

বিগত দিনে জেলা-উপজেলা আওয়ামীলীগের নেতাদের সঙ্গে সখ্যতা থাকা সেলিম নিয়মিত নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর ফেসবুক পোস্ট শেয়ার দিতেন। সবার সঙ্গে লিয়াজোঁ রাখা ধূর্ত সেলিম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোপনীয়তা লঙ্ঘন করেন বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, সেলিমের ভাই সাইফুল ইসলাম ওরফে বাহার চৌধুরীও অনেক বড় প্রতারক। মিথ্যা মামলা দায়েরকারী সিন্ডিকেটের অন্যতম হোতা বাহারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে বলেও তারা জানান।

ভুক্তভোগীরা দ্রুত প্রতারক মোজাম্মেল হক সেলিম ওরফে এসি সেলিমকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক সেলিম ওরফে এসি সেলিমকে বাড়িতে পাওয়া যায়নি। মোবাইলে কল করলেও বন্ধ পাওয়া যায়।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় নির্মো

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20