বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ও দলের তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। তার বাগদত্তা হলেন ব্যারিস্টার নুসরাত খান, যিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার রাতে পারিবারিকভাবে রাজধানীতে বাগদান ও আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পারিবারিকভাবে আয়োজিত এই আনুষ্ঠানিকতা ছিল ঘনিষ্ঠ পরিসরে। এতে উভয় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। ইশরাক হোসেনের মা ইসমত হোসেন জানান, ‘আল্লাহর রহমতে ছেলে-মেয়ের বাগদান সম্পন্ন হয়েছে। আমরা দুই পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি।’
ব্যারিস্টার নুসরাত খান যুক্তরাজ্যে আইন পড়াশোনা করেছেন এবং দেশে ফিরে আইন পেশায় যুক্ত রয়েছেন। অপরদিকে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন এবং তরুণ প্রজন্মের মধ্যে দলের ভাবমূর্তি ও কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজনৈতিক ও সামাজিক মহলে এই বাগদান নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের আগামীর জীবনের জন্য দোয়া করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাগদানের পর উভয় পরিবারের পক্ষ থেকে শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে দুই পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, বন্ধু এবং বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবেও পরিচিত। তিনি অতীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন এবং তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। বাগদান উপলক্ষে বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দুই পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
সকালবেলা/এমএইচ