প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
কুমিল্লায় রাস্তা সংস্কারে মানবিক সংগঠন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া রাস্তার মাথা থেকে শ্রীপুর গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কার কাজ সম্পূর্ণ করেছে একটি মানবিক সংগঠন মানবকল্যাণ উন্নয়ন পরিষদের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের বন্যার পানিতে তলিয়ে যায় এ সড়কটি। তাই দীর্ঘদিন ধরে এই সড়কটি খানাখন্দে ভরা থাকায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এসময় মানবকল্যাণ উন্নয়ন পরিষদের সদস্যরা ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এলাকার সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা, চাকরিজীবী, স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, রিকশা ও অটো চালক এই মহৎ উদ্যোগের জন্য মানবকল্যাণ উন্নয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
কালিকাপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল ভুঁইয়া বলেন, গত বছর বন্যার পানিতে সড়কটি তলিয়ে যাওয়ার পর থেকে এই সড়ক দিয়ে যাতায়াত করা ছিল কষ্টসাধ্য। এখন কাজ করার পর চলাচল করতে পারছি, সত্যিই খুব ভালো লাগছে।
দূর্গাপুর গ্রামের বাসিন্দা আবদুল হালিম মজুমদার বলেন, প্রতিদিন রাস্তার মাথায় আসতে অনেক কষ্ট হতো, এখন সেই দুর্ভোগ দূর হয়েছে। মানবকল্যাণ উন্নয়ন পরিষদের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ।
এলাকাবাসী মানবকল্যাণ উন্নয়ন পরিষদের এমন সমাজকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সংস্থাটি ভবিষ্যতেও যেন এলাকার উন্নয়নে এমন ভূমিকা রাখে আমরা সেই প্রত্যাশা করি।
মানবকল্যাণ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ বলেন, কালিকাপুর, দূর্গাপুর, নোয়াপুর, শ্রীপুর ও ২নং বদরপুর এলাকার তরুণ সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগে এই সড়ক সংস্কার কাজ বাস্তবায়িত হয়েছে। দেশে ও প্রবাসে অবস্থানরত যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, মানবকল্যাণ উন্নয়ন পরিষদ তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এবং ভবিষ্যতেও সমাজের উন্নয়ন মূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সকালবেলা/এমএইচ
াাা