প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিরকালে ট্রাক ও ডাকাতির সরঞ্জামাদিসহ ৮ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রোববার (১২ অক্টোবর) বিকেলে সদর থানা পুলিশ প্রেস ব্রিফিংএর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাত আড়াইটার দিকে পটুয়াখালী পৌরশহরের শশ্মানঘাটের সামনে সড়কে পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালীর কলাপাড়ার মো. হারুন (৩০), বরগুনার আমতলীর মো. মনির হাওলাদার (৩২) , মো. রনি চৌকিদার (২৬) ও আ. রাজ্জাক (৩০), নারায়নগঞ্জের ফতুল্লার মো. জাহাঙ্গীর আলম (৩৬), পটুয়াখালীর গলাচিপার মো. মোস্তফা হাওলাদার (৩৭), বরিশালের বাকেরগঞ্জের মো. সুমন তালুকদার (২৫), চাঁদপুরের উত্তর মতলব এলাকার মো. ওয়াসিম (৩৫)।
জব্দকৃত হলুদ ও নীল রংয়ের ট্রাক (বগুরা-ট-১১-০৩৯২), লোহার হাতলযুক্ত ভারি তালা ও গ্রিল কাটার . লোহার হালকযুক্ত হাতুড়িসহ নানা ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জামাদি। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
প্রেসব্রিফিংএর পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, দেশের বিভিন্ন জেলার সমন্বয়ে একটি ডাকাতচক্র পটুয়াখালী শহরে প্রবেশ করে ডাকাতি করবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে নজরদারি ও তথ্যের মাধ্যমে ডাকাতদলের অবস্থান সনাক্ত করে । অবস্থান নিশ্চিত করে রাত আড়াইটার দিকে ডাকাতচক্রটি ডাকাতি কাজে ব্যবহৃত তাদের ট্রাক পৌরশহরের শশ্মানঘাটের সামনে সড়কে দাড় করিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার এক পর্য়ায়ে পুলিশ ডাকাতদলকে ঘিরে ফেলে এবং ৮ সদস্যের পুরো চক্রটিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে ইতিমধ্যে এই চক্রটি দেশের বিভিন্ন জেলায় ডাকাতিতে জড়িত ছিল এবং এদের কয়েকজন ধরা পড়ার পর কারাগারেও ছিল বলে স্বীকার করেছেন। পুলিশ বিভিন্ন থানা সূত্রে এই ডাকাত চক্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পেয়েছে।
সকালবেলা/এমএইচ
াাা