প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
নোয়াখালীতে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি
গ্রামীণ পর্যায়ে মাতৃ ও শিশু সেবা নিশ্চিত করতে নোয়াখালীর সোনাইমুড়ীতে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) উপজেলার নান্দিয়াপাড়া বাজারে এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা এস এম সামছুদ্দিন আহম্মেদ, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদের রহমানসহ অনেকে।
গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ করে মাতৃ ও শিশু সেবার জন্য এমন ধরনের হাসপাতাল প্রতিষ্ঠায় সমাজের সচেতন ও বিত্তবানার এগিয়ে আসার আহ্বান জানান।
সকালবেলা/এমএইচ
াাা