প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
বান্দরবানে টাইফয়েড টিকাদান শুরু

বান্দরবান প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানে প্রথমবারের মতো সরকারিভাবে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস, এম, হাসান। এসময় সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মুহুরী, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে আর এই টিকা গ্রহণের ফলে শিক্ষার্থীরা টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকবে।
সকালবেলা/এমএইচ
াাা