প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
সড়ক পরিবহণ সচিব এহছানুল হক জনপ্রশাসনে বদলি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহছানুল হক।
রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এহছানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস উর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এর আগে মোহাম্মদ এহছানুল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। সরকারি প্রশাসনে তার অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্বে আনা হয়েছে বলে জানা গেছে। এই নিয়োগের মাধ্যমে প্রায় ২১ দিন শূন্য থাকা জনপ্রশাসন সচিবের পদে নতুন করে দায়িত্ব প্রদান করা হলো। এর আগে গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছিল। এরপর থেকে সচিব পদটি ফাঁকা ছিল, যা প্রশাসনের কার্যক্রমে কিছুটা শূন্যতা সৃষ্টি করেছিল বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
অভিজ্ঞ প্রশাসক হিসেবে মোহাম্মদ এহছানুল হক দীর্ঘদিন সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। তার সততা, দক্ষতা ও নীতিনিষ্ঠ কর্মপদ্ধতির কারণে তিনি সরকারি মহলে একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের কর্মযন্ত্রের অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে কর্মকর্তাদের পদোন্নতি, বদলি ও প্রশাসনিক কাঠামো নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিচালিত হয়। তাই এই মন্ত্রণালয়ের সচিব পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারি সূত্র জানায়, নতুন সচিব দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের চলমান সংস্কার, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এবং সেবার মানোন্নয়নে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে ডিজিটাল প্রশাসন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে তিনি বিদ্যমান কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, মোহাম্মদ এহছানুল হকের যোগদানের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে, এবং দীর্ঘদিনের কিছু স্থবিরতা কাটিয়ে মন্ত্রণালয় আবারও পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে।
সকালবেলা/এমএইচ
াাা