নাটোর প্রতিনিধিঃ নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আদেশ জারিসহ ৫- দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন জামায়াতে ইসলামী।
আজ রোববার (১২ অক্টোবর ) সকাল নয়টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় (জুলাই স্মৃতিস্তম্ভ)
থেকে জেলা জামায়াতের উদ্যোগে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনিত নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত ( সিংড়া - ৩) আসনে এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান , জেলা সহকারী প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ,সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমীর রাশেদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই সনদের বাস্তবায়ন ও আদেশ জারি এবং গণভোট দিতে হবে , জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পেয়ার পদ্ধতি , অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সকলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও নির্যাতনের বিচার দৃশ্যমান ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে
।
দাবিগুলো পূরণের মাধ্যমে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে সরকারকে আহ্বান জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসক আসমা শাহিন এর কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।