প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
অভ্যুত্থানে জীবন দিয়েছে শ্রমজীবী মানুষের সন্তানরা: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলের নেতাদের নয় জীবন দিয়েছে শ্রমজীবী মানুষের সন্তানরা। এই অভ্যুত্থানে কয়জন পলিটিশিয়ানের সন্তান শহীদ হয়েছে?
শনিবার (১১ অক্টোবর) জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) আয়োজিত চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ কর্মসূচিতে এ দাবি করেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই লংমার্চ পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু হয়ে সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলিয়ার তেঁতুলতলায় পথসভায় সমাপ্ত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা কয়জন জীবন দিয়েছে? কয়জন পলিটিশিয়ানের সন্তান শহীদ হয়েছে? জীবন দিয়েছে সাধারণ মানুষ আপনার-আমার মতো শ্রমজীবী মানুষের সন্তানরা। আর মাঝখান দিয়ে ফায়দা লুটেছে কিছু সুবিধাভোগী রাজনীতিবিদ।
তিনি আরও বলেন, আপনি যদি একটু গভীরভাবে দেখেন, কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যন্ত একই চিত্র প্রত্যেক জেলায় ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, সিন্ডিকেটকারী আছে, যারা ওই এলাকার রক্ত চুষে খাচ্ছে।
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারজিস আলম বলেন, এনসিপি দায়িত্বে এলে কোনো নিরপরাধ রাজনৈতিক কর্মীকে হয়রানি করা হবে না। তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে বড় গলায় কথা বলতে দেওয়া হবে না।
লংমার্চে অংশ নেন জেলার পাঁচ উপজেলার এনসিপি ও জাতীয় যুবশক্তির সহস্রাধিক নেতাকর্মী। তারা মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপের বিশাল বহর নিয়ে শহরজুড়ে শৃঙ্খলাবদ্ধ শোভাযাত্রা করেন।
সকালবেলা/এমএইচ
াাা