প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
সেফটি ট্যাংক বিস্ফোরণে হতাহত ৬

সাভার প্রতিনিধি
ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় সেফটি ট্যাংক বিস্ফোরণে এক বাড়ির ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় সাত বছর বয়সি এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ভাদাইল গ্রামের দক্ষিণপাড়ায় রহমতুল্লার টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম গোলাম রাব্বানী (৫০)। তিনি বাড়িটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আহতরা হলেন- সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) এবং শিশু মো. রোহান (৭)।
ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুতর। বাকিরা ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে বাড়িটির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য সুইপার ইমান আলীকে ডাকা হয়। বাড়িতে পাশাপাশি দুটি সেফটি ট্যাংক ছিল। প্রথমটি পরিষ্কার শেষে দ্বিতীয়টি পরিষ্কার করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ট্যাংকের ঢাকনা ছিটকে টিনের ছাদ ভেদ করে ওপরে উঠে যায় এবং বাড়ির নিচের পাটাতন ও দেয়ালের কিছু অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ম্যানেজার গোলাম রাব্বানী। গুরুতর আহত হন সুইপার ইমান আলীসহ অন্যরা।
খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাসের চাপ থেকেই বিস্ফোরণ ঘটেছে। তারা বলেন, বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
সকালবেলা/এমএইচ
াাা