প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
কেন্দ্রীয় ব্যাংক ও প্রাইম ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি.-এর যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (ঝওঈওচ)” আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ মোস্তফা, পরিচালক, এসএমই অ্যান্ড এসপিডি, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর ডিরেক্টর এবং অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক এবং মো. আইয়ুব আলী, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রাইম ব্যাংক পিএলসি। এছাড়া উপস্থিত ছিলেন মামুর আহমেদ, হেড অব ডিস্ট্রিবিউশন এবং মোহাম্মদ আমিনুর রহমান, হেড অব এসএমই, প্রাইম ব্যাংক পিএলসি.-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা সক্ষমতা উন্নয়ন এবং উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাধারার বিকাশে সহায়ক ভূমিকা রাখছে প্রাইম ব্যাংক, যা দেশের এসএমই খাতের টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সকালবেলা/এমএইচ
াাা