
সৌদি আরবের খনিজ খাতে নতুন মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরবের মাইনিং কোম্পানি মাদেন। দেশটির চারটি গুরুত্বপূর্ণ খনি এলাকা থেকে ৭.৮ মিলিয়ন আউন্স নতুন সোনা উত্তোলনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাদেন জানায়, লক্ষ্যভিত্তিক ও উন্নত ড্রিলিং কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯ মিলিয়নের বেশি আউন্স স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বার্ষিক প্রতিবেদনসংক্রান্ত মানসম্মত হিসাব-নিকাশ ও সমন্বয়ের পর নতুন স্বর্ণসম্পদের পরিমাণ চূড়ান্তভাবে ৭.৮ মিলিয়ন আউন্সে নির্ধারিত হয়েছে।
এই নতুন সম্পদ সংযোজনের আওতায় রয়েছে মাদেনের চারটি প্রধান প্রকল্প—মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ প্রকল্পেই সবচেয়ে বেশি, যেখানে এক বছরে ৩ মিলিয়ন আউন্স স্বর্ণ যুক্ত হয়েছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্প থেকে এসেছে মোট ১.৬৭ মিলিয়ন আউন্স।
এদিকে, ওয়াদি আল জাও খনিতে প্রথমবারের মতো ৩.০৮ মিলিয়ন আউন্স নতুন স্বর্ণসম্পদ চিহ্নিত করা হয়েছে।
মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, এই আবিষ্কার সৌদি আরবের বিপুল খনিজ সম্ভাবনা কাজে লাগাতে কোম্পানিটির দীর্ঘমেয়াদি কৌশলের সফলতার প্রমাণ। তিনি জানান, নতুন স্বর্ণসম্পদ সংযোজন ভবিষ্যতে কোম্পানির নগদ প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাদেনের অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিক সম্ভাবনাকে আরও স্পষ্ট করেছে।