
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে অংশ নিয়ে তার প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ৮ম দিনের শুনানি শেষে কমিশন তার মনোনয়নকে বৈধ ঘোষণা করে।
শুনানি শেষে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, নগণ্য একটি তারিখ ভুলের কারণে তার মনোনয়ন নিয়ে আপত্তি তোলা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করলে জেলা পর্যায়ে তাকে বৈধতা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইসিতে হওয়া আপিলেও তিনি এবং তার আইনজীবীরা যৌক্তিক প্রমাণ উপস্থাপনে সক্ষম হন এবং নির্বাচন কমিশনারসহ সদস্যরা তাকে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বলে চূড়ান্ত রায় দেন। এই রায়ের ফলে তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থিতা ফিরে পেয়ে আশরাফ উদ্দিন সন্তোষ প্রকাশ করলেও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, “রায়পুরার অন্তত ছয়টি অঞ্চলের প্রায় অর্ধেক মানুষ এখনও বাড়িতে ফিরতে পারেননি। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমি সরকারের কাছে দাবি জানাই যেন দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ভোটারদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়া হয়।”
এদিকে, প্রিয় প্রার্থীর বৈধতা পাওয়ার খবর নরসিংদীতে পৌঁছালে রায়পুরার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
এম.এম/সকালবেলা