
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে তিনি নোটিশের লিখিত ব্যাখ্যা জমা দেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, “অপসাংবাদিকতার শিকার হওয়ার বিষয়টি ইসিকে অবহিত করেছি। আমাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন সঠিক নয়। আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য লিফলেট দিয়েছি, কিন্তু নিজস্ব আসনের কোনো প্রচারণা চালাইনি। তারপরও ভুল সংবাদ ছড়ানো হয়েছে।”
মামুনুল হক বলেন, লিখিত জবাবের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন।