
ভারতের বিপক্ষে রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান এক ভিডিও বার্তায় এই আশা প্রকাশ করেন।
সিজান বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ চেষ্টা দেয়, তাহলে ফল আমাদের অনুকূলে আসবে। ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। এই দলে সেই খেলোয়াড়রাই আছেন। তাই আমি কালকের ম্যাচ জয়ের জন্য খুবই আশাবাদী।
ভারতীয় দলকে যথেষ্ট সম্মান জানিয়ে বাংলাদেশের প্রধান কোচ নাভিদ নেওয়াজ বলেন, যেদিন যে দল ভালো খেলবে, তারই জেতার সম্ভাবনা বেশি। ভারত একটি শক্তিশালী দল, আমাদেরও ভালো দল আছে। আমরা প্রক্রিয়ার ওপর মনোযোগ দিয়ে কাজ করছি।
তিনি আরও যোগ করেন, যদি খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকে এবং সেটি বাস্তবায়ন করতে পারে, তাহলে জয়ের সুযোগ থাকবে। মাঠে ছেলেরা কীভাবে খেলাটি উপস্থাপন করে তা দেখার বিষয়। শেষ পর্যন্ত যেই দল ভালো খেলবে, তারাই জিতবে।
আই.এ/সকালবেলা