
যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে যে বুধবার কার্যকর হওয়ার কথা থাকা মৃত্যুদণ্ডগুলো স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের মিত্রদের চাপের মুখে ইরানের ইসলামি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মুদ্রা পতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রাজনৈতিক দাবিতে রূপ নেয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত ২,৪০৩ জন নিহত ও ১৮,৪৩৪ জন গ্রেফতার হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে অভূতপূর্ব মাত্রার অবৈধ হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে।