
কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নূরুল মিল্লাত ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নূরুল মিল্লাত কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি উপজেলা রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে বিএনপির স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।