
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোড সংলগ্ন পাত্রখোলা শ্মশান এলাকার একটি ঝোপের ভেতর থেকে এয়ারগানগুলো উদ্ধার করে র্যাব-৯, সিপিসি-২ (মৌলভীবাজার ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাত্রখোলা শ্মশান এলাকায় অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্মশানের পাশের একটি ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান পাওয়া যায়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো বড় কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা সেখানে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে উদ্ধারকৃত ৫টি এয়ারগান সাধারণ ডায়েরির (জিডি) মূলে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানিয়েছে, গত কয়েক মাসে সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে র্যাব-৯ এর ব্যাপক তৎপরতায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
আর.এম/সকালবেলা