
মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে রোকেয়া হায়দার মেমোরিয়াল একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উৎসবের প্রথম দিনে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। এতে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি নানা রকমের দেশীয় পিঠা স্টলে সাজিয়ে প্রদর্শন করে। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ও পরিচিত বিভিন্ন পিঠার ঘ্রাণ এবং সৌন্দর্য উৎসবে আসা দর্শনার্থীদের বিশেষভাবে বিমোহিত করে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা। এই মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী ও সৃজনশীল বিভিন্ন বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের এই বিজ্ঞানমনস্কতা ও আধুনিক প্রযুক্তির সাথে মেলবন্ধন দেখে শিক্ষক ও অতিথিরা ভূয়সী প্রশংসা করেন। শেষ দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড় ও লং জাম্পসহ বিভিন্ন খেলায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রোকেয়া হায়দার মেমোরিয়াল একাডেমির পরিচালক মো. কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম টুকু এবং সাবেক চেয়ারম্যান রকিবউদ্দিন আবু সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন কামদিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল আলিম ও পুর এম এ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব আলী। সভাপতির বক্তব্যে মো. কামরুল আলম বলেন, বর্তমান সময়ে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
আর.এম/সকালবেলা