
মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন মাঝিপাড়া প্রকল্প ক্যাম্পের (২০ ইসিবি) উদ্যোগে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মানবিক কর্মসূচির মাধ্যমে এই সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার দুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক দল দ্বারা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম (শাসম), এনডিসি, পিএসসি। এ সময় বক্তারা দুর্গম পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর এই নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সড়ক পরিবহন উইংয়ের উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা, ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ ওয়াসিকুল ইসলাম, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের পিডি (সীমান্ত সড়ক প্রকল্প) কর্নেল তানিম শাহরিয়ার, এএফডব্লিউসি, পিএসসি এবং ব্রিগেডের স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন, পিএসসি। শীতবস্ত্র বিতরণ শেষে পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা কর্মকর্তারা বাঘাইছড়ি এলাকায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন সীমান্ত সড়ক প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তারা প্রকল্পের কাজের গুণগত মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
আর.এম/সকালবেলা