
সামজাদ জসি, সিনিয়র রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রুমিন ফারহানার তীব্র সমালোচনা করেছেন জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, ‘রুমিন ফারহানার বাবার সঙ্গে আমি একসময় রাজনীতি করেছি এবং আমার রাজনৈতিক জীবনের সময়কাল রুমিন ফারহানার বয়সের চেয়েও বেশি।’
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
বিএনপি মনোনীতি এ এমপি পদপ্রার্থী তার বক্তব্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল করেছেন এবং সেখানে কোথাও ভোট প্রার্থনা করা হয়নি। সম্পূর্ণভাবে নির্বাচনি আচরণবিধি মেনেই দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। অথচ বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা নিয়মিত বিভিন্ন স্থানে ভোট চেয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন বলে তিনি অভিযোগ করেন।
এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে তার কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ নেওয়া হলে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহজাহান সিরাজ, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন জাকির, মোবারক হুসেন, মুফতি মোশাররফ কাসেমী, মাওলানা জহিরুল হক, মাওলানা এহসানুল হক, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, আলমগীর খা ও নূরুল আমীন বাউলসহ স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আর.এম/সকালবেলা