
জামালপুর প্রতিনিধি:
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুই মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জামালপুর সদর উপজেলার বাসিন্দা নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটি এবং ইসলামপুর উপজেলার বাসিন্দা মো. ফরিদ খন্দকার।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে উলঙ্গ করে মারধর করেন নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটি। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নয়নকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা এবং আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটিকে প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
অন্য মামলায় অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় মো. ফরিদ খন্দকারকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া দুই মামলার জরিমানার অর্থ ভুক্তভোগীরা পাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।