
জীবন কুমার রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পথরোধ করে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে অবৈধভাবে আটক রেখে অর্থ আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলেন—উপজেলার রশিদপুর জঙ্গলপাড়ার জালাল উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জুলফিকার আলী (৩০), চৌকিয়াপাড়া (সোনার পাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন (৩৫) এবং পূর্ব গৌরিপাড়ার জামিল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম মিঠু (৩৬)। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ২-৩ জন জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে পথরোধ করে এবং ডিবি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করত।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।