
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গরুর গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যানসারের ওষুধ তৈরির একটি সরকারি গবেষণা প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মধ্য প্রদেশের জবলপুরে অবস্থিত নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে চলা এই প্রকল্পে গত এক দশকে কোনো দৃশ্যমান ফলাফল না মিললেও গবেষণার নামে কোটি কোটি রুপি লোপাট হয়েছে।
সম্প্রতি স্থানীয় জেলা প্রশাসনের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সংবাদসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রকল্প ও অনিয়ম:
২০১১ সালে শুরু হওয়া এই সরকারি প্রকল্পের মূল লক্ষ্য ছিল গরুর বর্জ্য ও দুগ্ধজাত পণ্যের মিশ্রণে জটিল রোগের (বিশেষ করে ক্যানসার) চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা। এজন্য রাজ্য সরকার প্রায় সাড়ে তিন কোটি রুপি বরাদ্দ দেয়।
জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্যয়ের নথিপত্র যাচাই করে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে দেখা গেছে:
কর্তৃপক্ষের বক্তব্য:
বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, প্রতিটি কেনাকাটা সরকারি নিয়ম মেনে এবং অডিটের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তবে তদন্ত প্রতিবেদনটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ডিভিশনাল কমিশনারের কাছে পাঠিয়েছে প্রশাসন।
এম.এম/সকালবেলা