
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে বগুড়া জেলা ছাত্রদল। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার বহন করেন। নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে উল্লাস প্রকাশ করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, ‘‘দেশনায়ক তারেক রহমানের বগুড়ায় আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তার আগমনে বগুড়ার ছাত্রসমাজ উজ্জীবিত। আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত।’’
সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ বলেন, ‘‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল এবং থাকবে। তার আগমন আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে।’’
দীর্ঘদিন পর তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা ছাত্রদলের এই স্বাগত মিছিল তারই বহিঃপ্রকাশ।