
ক্রীড়া ডেস্ক: মাঠের লড়াইয়ের উত্তাপ এবার মাঠের বাইরেও। ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণের অভিযোগ তুললেন পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনার কড়া সমালোচনা করে তিনি বলেছেন, এর জবাব তারা মাঠেই দেবেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকে চোট নিয়ে দেশে ফেরার পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
স্পোর্টসম্যানশিপ ও মাঠের জবাব: শাহিন আফ্রিদি বলেন, ‘‘সীমান্তের ওপারের মানুষেরা স্পোর্টসম্যানশিপ নষ্ট করেছে। আমরা এর জবাব মাঠেই দেব। আপাতত আমাদের কাজ হলো নিজেদের লক্ষ্যে অটুট থাকা এবং ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া।’’ এশিয়া কাপের ওই ঘটনায় ক্রিকেট বিশ্বের অনেকেই ভারতীয় দলের আচরণের সমালোচনা করেছিলেন, এবার খোদ পাকিস্তান অধিনায়ক মুখ খুললেন।
ইনজুরি ও বিশ্বকাপ প্রস্তুতি: বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন এই পেসার। চোটের কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হয়েছে তাকে। এ নিয়ে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা জাগলেও আশার বাণী শুনিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড জানিয়েছে, শাহিন দ্রুত সেরে উঠছেন এবং খুব শিগগিরই অনুশীলনে যোগ দেবেন। তিনি নিজেও এখন বিশ্বকাপকে পাখির চোখ করে নিজেকে প্রস্তুত করছেন।
পাকিস্তান দলের বর্তমান অবস্থা: বর্তমানে পাকিস্তান দল শ্রীলঙ্কা সফরে রয়েছে এবং সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে জয়ও পেয়েছে পাকিস্তান। তবে ইনজুরি ও বিশ্বকাপ প্রস্তুতির কারণে এই সফরে দলের সঙ্গে নেই শাহিন শাহ আফ্রিদি।
এম.এম/সকালবেলা