
ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি বুটজোড়া তুলে রাখার পর কী করবেন? ভক্তদের মনে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাওয়া এই প্রশ্নের উত্তর অবশেষে মিলল। কোচিং পেশায় আসার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশনা দেওয়ার বদলে তিনি চান নিজের একটি ক্লাব গড়ে তুলতে, যেখানে গড়ে উঠবে আগামীর তারকারা।
সম্প্রতি আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল ‘লুজু’কে (Luzu) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমনটাই জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।
নতুন ক্লাব ও ভবিষ্যৎ পরিকল্পনা: সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘আমি নিজে থেকে শুরু করে এমন একটি ক্লাব গড়ে তুলতে চাই, যেখানে তরুণ খেলোয়াড়রা সুযোগ পাবে। তারা ধীরে ধীরে বড় হবে এবং পরিণামে এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাবে পরিণত হবে।’’
দিয়েগো ম্যারাডোনার মতো জাতীয় দলের কোচ হওয়ার কোনো ইচ্ছাই নেই মেসির। তিনি বরং ক্লাবের নীতিনির্ধারণী বা মালিকানার ভূমিকায় থাকতে চান। বর্তমানে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে একটি ক্লাব প্রকল্পে যুক্ত থাকার বিষয়টিও তার এই পরিকল্পনারই ইঙ্গিত দেয়।
বিশ্বকাপ ও মানসিক স্বাস্থ্য: বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসির পাখির চোখ এখন ২০২৬ বিশ্বকাপ। কাতারের শিরোপা ধরে রাখতে তিনি আসন্ন এই বিশ্বমঞ্চেও অংশ নেওয়ার লক্ষ্য স্থির করেছেন।
সাক্ষাৎকারে নিজের মানসিক স্বাস্থ্যের বিষয়েও খোলামেলা কথা বলেছেন মেসি। তিনি স্বীকার করেন, বার্সেলোনায় খেলার সময় একপর্যায়ে তিনি থেরাপির সাহায্য নিয়েছিলেন। তবে এখন আর তার প্রয়োজন হয় না। তিনি বলেন, ‘‘এখন আর থেরাপি করি না, কারণ আমি নিজেকে অনেক বদলেছি।’’
ব্যক্তিজীবন নিয়ে মেসি জানান, মাঝে মাঝে একা সময় কাটাতে তার ভালো লাগে, তবে সন্তানদের কোলাহলও তার জীবনের আনন্দের বড় একটি অংশ। সব মিলিয়ে ফুটবল ছাড়লেও এই খেলাটির সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে না তার; বরং খেলোয়াড় থেকে ভবিষ্যতের কারিগর হিসেবেই তাকে দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
এম.এম/সকালবেলা