
নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা পৌর ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সরেজমিন তদন্ত না করে এবং কাগজপত্র পর্যালোচনা ছাড়াই একতরফা মিথ্যা প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তিনি এমনটি করেছেন বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শেখ ফারুক হোসেন।
লিখিত অভিযোগে জানা যায়, সাতক্ষীরা সদরের থানাঘাটা গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মৃত আবুল হোসেনের ছেলে আবু তাহের গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা (নং-১৬৫৮/২৫) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ওপর অর্পণ করেন। পরবর্তীতে এসিল্যান্ড বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য সাতক্ষীরা পৌর ভূমি সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেন।
ভুক্তভোগী শেখ ফারুক হোসেনের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ওই কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে এবং বিবাদী পক্ষের কোনো কাগজপত্র বা বক্তব্য যাচাই না করেই প্রথম পক্ষের (বাদী) দ্বারা প্রভাবিত হয়ে একটি মনগড়া ও অসত্য প্রতিবেদন দাখিল করেছেন।
ফারুক হোসেন বলেন, ‘‘উক্ত নালিশি সম্পত্তিটি আগেই আমার নামে মীমাংসা (মিডিয়েশন) হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করায় একাধিক পত্রিকায় বিস্তারিত খবরও প্রকাশিত হয়েছে। অথচ ভূমি কর্মকর্তা প্রকাশ্যে কিছুই না দেখে অফিসে বসেই তদন্ত প্রতিবেদন দিয়েছেন, যা ন্যায়বিচারের পরিপন্থী।’’
মিথ্যা প্রতিবেদনের কারণে হয়রানির শিকার শেখ ফারুক হোসেন বিষয়টি পুনরায় সরেজমিনে তদন্ত সাপেক্ষে সঠিক প্রতিবেদন দাখিল এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এম.এম/সকালবেলা