
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ।
সোমবার (৫ জানুয়ারি) তিনি হাইকমিশনে যান এবং সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শোক ও সমবেদনা: হাইকমিশন পরিদর্শনকালে শাহবাজ শরিফ পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। তিনি বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, তার দলীয় নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জ্ঞাপন করেন। শোক বইয়ে স্বাক্ষরের পাশাপাশি তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
প্রেক্ষাপট: উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতার পর গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। এর আগে ২৩ নভেম্বর থেকে তিনি আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
মৃত্যুর পরদিন ৩১ ডিসেম্বর বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে দেশ-বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা শোক প্রকাশ অব্যাহত রেখেছেন।
এম.এম/সকালবেলা