
ভারতের ওপর আরো বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে তিনি যে ক্ষুব্ধ, তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প।
রবিবার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি আরো বেশি শুল্ক চাপাতে পারি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন ভাল মানুষ। উনি দারুণ মানুষ।
কিন্তু উনিও জানতেন, আমি খুশি নই। আমাকে খুশি রাখা জরুরি ছিল।
ট্রাম্প ‘অখুশি’ থাকার কারণ সবিস্তার ব্যাখ্যা না-করলেও মনে করা হচ্ছে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত সুনজরে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট।
গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদি।
যদিও ভারতের পক্ষ থেকে সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি মোদির।
প্রসঙ্গত, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের ওপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ফলে ভারতের মোট শুল্ক ৫০ শতাংশ। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির ওপর।