
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি।
মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সোলায়মান সামি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে মরহুমার অবদান ভবিষ্যৎ প্রজন্মও স্মরণ করবে।
শোকবার্তায় সোলায়মান সামি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি এইসময়ে দেশের সকল রাজনৈতিক দল ও জনগণের কাছে শান্তি, ঐক্য ও সহমর্মিতার মধ্য দিয়ে শোক কাটিয়ে ওঠার আহ্বান জানান।