
নোয়াখালী প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু নাছের।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গত বুধবার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
জমাদান ও শোডাউন: মনোনয়নপত্র জমার সময় প্রার্থীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ভিড়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হয়। হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবু নাছের রিটার্নিং কর্মকর্তার হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।
প্রার্থীর প্রত্যয়: মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা আবু নাছের বলেন, ‘‘নোয়াখালীর মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ইনসাফপূর্ণ সমাজ দেখতে চায়। আমার বিশ্বাস, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তবে হাতপাখার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।’’
উল্লেখ্য, নোয়াখালী-৫ আসনটি দেশের রাজনীতিতে অত্যন্ত হাই-প্রোফাইল বা ‘ভিআইপি’ আসন হিসেবে পরিচিত। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থীর উপস্থিতি নির্বাচনী মাঠে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে।
এম.এম/সকালবেলা